Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন

খবর

বিএডিসি ও বিসিআইসি সার ডিলারগণের জন্য অবহিতকরণ

সম্মানিত বালিয়াডাঙ্গীবাসী,
আসসালামু আলাইকুম। আপনাদের সুবিধার্থে বালিয়াডাঙ্গী উপজেলার বিসিআইসি ডিলার (৮ জন) এবং বিএডিসি ডিলারগণের (২৫ জন) নাম ও তাদের দোকান/গুদামের ঠিকানা দেওয়া হলো। ডিলারগণ আবশ্যিকভাবে নিজ নিজ দোকান/গুদাম থেকে কৃষকদের মাঝে সরকার নির্ধারিত দামে সার বিক্রি করবেন। ডিলারগণ নিজ নিজ গুদাম থেকে সার বিক্রি করছেন কিনা, দোকান/গুদাম নিয়মিত খোলা থাকছে কিনা, দোকান/গুদামের সামনে যথাযথ তথ্যসংবলিত ও সহজে দৃশ্যমান সাইনবোর্ড আছে কিনা ইত্যাদি বিষয় লক্ষ্য রাখার জন্য এবং প্রয়োজনে আমাদের তথ্য দেওয়ার জন্য অনুরোধ করছি।
সকল ডিলারকে উল্লেখিত স্থানের নিজ নিজ দোকান/গুদাম থেকে সার বিক্রি করার জন্যও অনুরোধ করছি।
মোঃ যোবায়ের হোসেন
উপজেলা নির্বাহী অফিসার
বালিয়াডাঙ্গী, ঠাকুরগাঁও।

ছবি


ফাইল


প্রকাশনের তারিখ

২০২২-০৮-২৯

আর্কাইভ তারিখ

২০২৯-১১-২৮