Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন

পাতা

বালিয়াডাঙ্গী উপজেলার পটভূমি

ভূ-প্রাকৃতিকভাবে বালিয়াডাঙ্গী উপজেলায় কোথাও কোথাও দোআঁশ মাটি পাওয়া গেলেও অধিকাংশ মাটি বেলে দোআঁশ প্রকৃতির ‘বালিয়াডাঙ্গী ’- শব্দটির শাব্দিক বিশ্লেষণ করলে দাড়ায়  বালিয়া অর্থাৎ বালি এবং ডাঙ্গী অর্থাৎ ডাঙ্গা বা উঁচু জায়গা। বালিয়াডাঙ্গী মৌজা উপজেলার অন্যান্য গ্রাম গুলোর থেকে তুলনামূলকভাবে উঁচুতে অবস্থিত। বালিমাটির আধিক্যের কারণে মৌজার নাম বালিয়াডাঙ্গী হয়েছে বলে মনে করা হয়। বালিয়াডাঙ্গী মৌজায় বালিয়াডাঙ্গী থানা প্রতিষ্ঠিত হওয়ায় মৌজার নাম অনুসারে থানার নামও বালিয়াডাঙ্গী হয়। ১৯৮৩ সালে বালিয়াডাঙ্গী থানা বালিয়াডাঙ্গী উপজেলায় রুপান্তরিত হয়।

 

ছবি


সংযুক্তি


সংযুক্তি (একাধিক)