Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
ড্রাইভিং লাইসেন্স
বিস্তারিত

গুরুত্বপূর্ণ সংযোগ বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ দেশের সড়ক পরিবহণ এবং সড়ক নিরাপত্তা সংশ্লিষ্ট নীতিমালার প্রয়োগ ও পরিচালনার জন্য দায়িত্বপ্রাপ্ত। এই সংস্থাটি যোগাযোগ মন্ত্রণালয়ের আওতায় মোটর যান বিধিমালা- ১৯৮৩ -এ উল্লেখিত উদ্দেশ্যসমূহ বাস্তবায়নের জন্য কাজ করছে। ড্রাইভিং লাইসেন্স পাবার জন্য গাড়ি চালনার পরীক্ষায় অংশগ্রহণের পূর্ব পর্যন্ত শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স সংগ্রহ করতে হয়। পেশাদারী ড্রাইভিং লাইসেন্সের জন্য ২০ বছর এবং অপেশাদারী ড্রাইভিং লাইসেন্সের জন্য ন্যূনতম ১৮ বছরের যে কোন ব্যক্তি আবেদন পত্র দাখিল করতে পারবেন [সূত্র: অনুচ্ছেদ ৪, মোটর যান বিধিমালা-১৯৮৩]। এ ছাড়া যানবাহনের ফিটনেস সার্টিফিকেট, যানবাহন রেজিস্ট্রেশন এবং রুট অনুমোদনের জন্য বিআরটিএ-এর নিকট নির্ধারিত নিয়মে আবেদন করতে হয়। বিআরটিএ-এর নিয়মিত কার্যক্রমের মধ্যে রয়েছে-ড্রাইভিং লাইসেন্স প্রদান ও নবায়ন। ফিটনেস সার্টিফিকেট, রেজিষ্ট্রেশন সার্টিফিকেট এবং যানচালক নির্দেশকের লাইসেন্স প্রদানও এই সংস্থার কার্যকর্মের আওতাভুক্ত। এছাড়াও এ সংস্থা নিরাপদ যান চালনা এবং মোটরযান আইন বিষয়ক তথ্য প্রচারের মাধ্যমে অনাকাঙ্খিত সড়ক দুর্ঘটনা প্রতিরোধের জন্য সভা ও কর্মশালার আয়োজন করে থাকে। এই সংস্থা শহরের সাধারণ পরিবহণ রুটের পরিকল্পনা তৈরি ও বাস্তবায়নের কাজ করে থাকে। গুরুত্বপূর্ণ সংযোগ # বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ # সারাদেশে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের অফিস সমূহ # ড্রাইভিং লাইসেন্সের আবেদনপত্র # ফিটনেস সার্টিফিকেটের আবেদনপত্র # যানবাহন নিবন্ধনের আবেদনপত্র # রুট পারমিটের আবেদন পত্র # করের হার এবং অন্যান্য ফি # ট্রাফিক প্রতীক

ছবি
ডাউনলোড