বালিয়াডাংগী উপজেলার ৮ইউনিয়নের ওয়েবপোর্টাল হালনাগাদ করার জন্য বিশেষ ভাবে বলা হল। আপনারা ইউনিয়ন এর যে সমস্যা আছে তা অতি দ্রুত সমাধান করবেন।কিছু বিষয়ে খুব গুরুত্ব দিতে হবেঃ ১। জন প্রতিনিধিদের প্রোফাইল ঠিক আছে কি না। ২।তথ্য আপলোডের কাজ চলছে এরকম তথ্য কোণ লিঙ্কে আছে কিনা। ৩। কোণ যায়গা থেকে তথ্য কপি করেছেন কিন্তু নাম পরিবর্তন করেন নাই। ৪। একই নোড নম্বর একাধিক লিঙ্কে ব্যবহার করা আছে কিনা। ৫। ব্যানার হিসেবে ব্যাবহৃত ছবি গুলো ছুন্দর ও উনিয়নের নিজস্ব কিনা এবং ব্যানারগুলোর বর্ননা সন্তোষজনকভাবে আছে কিনা। ৬। নিজ নিজ ইউনিয়ন এ যতগুলো স্কুল,কলেজ,মাদ্রাসা ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান আছে সবগুলোর তথ্য পূর্নাঙ্গভাবে আপলোড করতে হবে। ৭। বিভিন্ন প্রকল্পের তথ্য সঠিকভাবে দিতে হবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস