১) আইন শৃংখলা পরিস্থিতি পর্যালোচনা ও থানাকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান।
২) কোথাও আইন শৃঙ্খলার অবনতির সম্ভাবনা দেখা দিলে ফৌজদারী কার্য্য বিধি-১৪৪ ধারা জারীর মাধ্যমে জনগণের জান মালের নিরাপত্তা নিশ্চিত করন।
৩) মোবাইল কোর্ট আইনের আওতায় মোবাইল কোর্ট পরিচালনা করে জনগণের অধিকার নিশ্চিত করণ।
৪)প্রকৃত ভূমিহীন জনসাধারণের মাঝে খাস জমি বন্দোবস্তের মাধ্যমে সেবা প্রদান।
৫)উপজেলাধীন মৎস্যজীবি সমিতির অনুকূলে ২০ একর পর্যন্ত জলমহাল বন্দোবস্ত প্রদানের মাধ্যমে।
৬)উপজেলাধীন হাট-বাজার সমূহের ইজারা প্রদান। হাট-বাজারের ব্যবস্থাপনা ও উন্নয়নের মাধ্যমে জনসাধারণকে সেবা প্রদান।
৭) উপজেলা ভূমি অফিস হতে প্রস্তাব প্রাপ্তির পর উহা জেলা প্রশাসকের অনুমোদনের জন্য প্রেরণ করা হয়।
৮)উচ্ছেদ নথি অনুমোদনের পর উচ্ছেদ কার্য্যক্রম গ্রহণ করা হয়।
৯) অর্পিত ও পরিত্যাক্ত সম্পত্তি বন্দোবস্ত ও বন্দোবস্তি নবায়নের মাধ্যমে জনসাধারণকে সেবা প্রদান।
১০) শিক্ষা পতিষ্ঠান সমূহের সাথে সভা।
১১) ফৌজদারী কার্য্য বিধি-১৪৪ ধারা জারী।
১২)থানা হতে প্রশ্নপত্র উত্তোলোন পুর্বক কেন্দ্রে পৌছানো।
১৩) নকল রোধে ব্যবস্থা গ্রহণ।
১৪) প্রাথমিক/মাধ্যমিক শিক্ষা অফিসারের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠান সমূহের মাঝে বরাদ্দ, বিভাজন, অনুমোদন, ব্যাংকে প্রেরণ এবং ব্যাংকের মাধ্যমে দরিদ্র ও মেধাবি শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তির টাকা বিতরণ।
১৫) সরকারী আর্থিক প্রতিষ্ঠান সমূহ থেকে প্রস্তাব প্রাপ্তির পর সার্টিফিকেট মামলা রুজু।
১৬) সংশ্লিষ্টগণকে নোটিশ প্রদান।
১৭) কতিপয় (ক্ষেত্রে কারণ দর্শানো নোটিশ) গ্রেফতারী পরোয়ানা জারী।
১৮) টেষ্টরিলিফ/কাবিখা/কাবিটা বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে প্রকল্প অনুমোদনের পর প্রকল্প সভাপতির অনুকূলে ডিও ছাড় করণ।
১৯) প্রকল্প বাস্তবায়ন নিশ্চিত করণ।
২০) ক্ষতিগ্রস্থ কৃষক/দুস্থ্য জনসাধারণের মাঝে ভিজিডি/ ভিজিএফ/ জিআর বরাদ্দের আওতায় ত্রাণ বিতরণ।
২১) উপজেলা পর্যায়ে বিভিন্ন দপ্তর/ স্থানীয় সরকার প্রতিষ্ঠানের উন্নয়ন কর্মকান্ডের সমন্বয় করা এবং বাস্তবায়ন নিশ্চিত করণ।
২২) আদর্শ গ্রাম/আশ্রয়ণ/আবাসন প্রকল্পের মাধ্যমে ভূমি ও গৃহহীন পরিবারের বাসস্থানের ব্যবস্থা করা এবং তাদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন করা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস