৭নং আমজানখো ইউপি
ঢাকা থেকে সড়ক পথে বিলাসবহুল বাসযোগে সরাসরি বালিয়াডাঙ্গী উপজেলায় খুব সহজেই পৌছানো যায়। সড়ক পথে ঢাকা থেকে বালিয়াডাঙ্গীর দুরত্ব প্রায় ৪৫০ কি.মি। বিমানপথে সৈয়দপুরে পৌছে সড়ক পথে এবং রেলযোগে সৈয়দপুর অথবা দিনাজপুর পৌঁছে সড়কপথে বালিয়াডাঙ্গী নির্বিঘ্নে পৌছানো যায়। ঢাকা থেকে সরাসরি এশিয়ান হাইওয়ে বালিয়াডাঙ্গী পর্যমত্ম বিসত্মৃত রয়েছে। বালিয়াডাঙ্গী উপজেলায় অধিকাংশ মূল সড়ক পাকা হলেও আনাচে কানাচে কাচা সড়ক পরিলক্ষিত হয়। বেলে মাটি হওয়ায় বর্ষার মৌসুমেও কাচা সড়ক চলাচলের উপযোগী থাকে। বালিয়াডাংগী হযে ডাংগী বাজার দিয়ে/লাহিড়ী বাজার দিয়ে/চৌরাস্তা দিয়ে ভ্যান, বাস, মিশুক, দিয়ে এই মন্দিরে পৌছানো যায়।
0
বালিয়াডাঙ্গী উপজেলার ১০ কি.মি উত্তর পশ্চিম দিকে হরিণমারী হাটের পাশে শিব মন্দিরটি অবস্থিত। মন্দিরটির বর্তমান উচ্চতা প্রায় ৩০ ফুট, আয়তন ১৪x১৪ ফুট। মন্দিরের ছাদ চারচালা আকৃতির । মন্দিরটি এক সময় অনেক উঁচু ছিল, বর্তমানে বেশ খানিকটা বসে গেছে। মন্দিরের দক্ষিণ দিকে একটি দরজা আছে। দরজায় পোমাটির ফলকে লতাপাতার নকশা এবং বিভিন্ন মূর্তির প্রতিকৃতি ছিল বর্তমানে সেগুলো ভেঙ্গে গেছে। পূর্বদিকে রয়েছে বড় একটি পুকুর । এই মন্দিরটির বয়স আনুমানিক ৪০০ বছর।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস