ডেঙ্গুরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচী ।। ৭ আগস্ট ২০১৯
প্রিয় ঠাকুরগাঁও বাসী,
চলমান ডেঙ্গুর বিস্তার রোধে এবং এর জীবাণু বহনকারী এডিস মশার বংশবিস্তার প্রতিরোধে ঠাকুরগাঁও জেলার সকল জনপ্রতিনিধি, কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, আইনজীবীসহ সকল শ্রেনী ও পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে পরিষ্কার-পরিচ্ছন্নতার ক্রাশ প্রোগ্রাম গ্রহণ করা হয়েছে।
আসুন, আগামী ৭ অাগস্ট ২০১৯ তারিখ বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত নিজ নিজ ভবন, বসতবাড়ি ও অফিস, হাসপাতাল ও ক্লিনিক, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান, দোকান ও মিল-কারখানা, রেলস্টেশন ও বাস টার্মিনাল, হাট-বাজার, পার্ক ও বিনোদন কেন্দ্রসহ সকল স্থাপনার ভেতরাংশ, আঙ্গিনা ও ছাদ এবং সকল প্রকার ড্রেন, নালা, খাল, জলাশয়, মজা পুকুর যার যার অবস্থানে থেকে অন্যদেরকে সাথে নিয়ে পরিষ্কার করি এবং পরিমানমত ব্লিচিং পাউডার ছিটিয়ে দেই। আমাদের এই সামান্য প্রচেষ্টাই ডেঙ্গু বিস্তার প্রতিরোধে অসামান্য ভূমিকা রাখতে পারবে বলে আশা করা যায়।
জেলা/উপজেলা/পৌরসভা/ইউনিয়ন পর্যায়ে প্রচারের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করা হচ্ছে। মনে রাখবেন, আগামী ০৭ আগস্ট ২০১৯ তারিখ (বুধবার) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত, ৩ ঘন্টা ক্রাশ প্রোগ্রাম গ্রহণ করে সবার দেয়া স্বেচ্ছাশ্রমে হয়তো এডিস মশার সকল অাবাস একযোগে ধ্বংস করা সম্ভব হবে এবং ঠাকুরগাঁও জেলাকে ডেঙ্গুর প্রাদুর্ভাব থেকে মুক্ত রাখা সম্ভব হবে।
"নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি।"
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS