Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আপনার জিজ্ঞাসা

রশ্ন

উত্তর

১. জি ডি কী এবং কেন ?

মূল্যবান যে কোন জিনিস হারালে যেমন-সার্টিফিকেট, দলিল, লাইসেন্স, পাসপোর্ট, মূল্যবান রশিদ, চেকবই, এটিএম বাক্রেডিট স্বর্ণালংকার, নগদ অর্থ ইত্যাদি। অথবা কোন প্রকার হুমকি পেলে বাহুমকির আশংকা থাকলে কিংবা কেউ নিখোঁজ হলেও জিডি করার সুযোগ রয়েছে। অর্থাৎসাধারণত যেসব ক্ষেত্রে মামলা হয়না সেসব ক্ষেত্রেই থানায় জিডি করা যায়। জিডিকরার কোন বাধ্যবাধকতা না থাকলেও নতুন করে হারানো কাগজ তুলতে হলেও জিডিরকপির প্রয়োজন হয়।

২.জি ডি কোথায় করতে হয় ?

জি ডি থাণায় করতে হয়।জিডি করার ক্ষেত্রেসাধারণত ঘটনাস্থলকেই প্রাধান্য দেওয়া হয়। অর্থাৎ, যে এলাকায় ঘটনা ঘটেছে বাঘটার আশঙ্কা রয়েছে, সে এলাকার থানাতেই জিডি করতে হয় ।

৩.জি ডি কত কপি করতে হয় ?

থানায় গিয়ে জিডি করলে আপনাকে দুটি কপি করতে হবে। আবেদনের দ্বিতীয় কপিতে জিডি নম্বর, তারিখ এবং অফিসারের স্বাক্ষর ও সিললাগিয়ে আপনাকে দেওয়া হবে এবং জিডিটি নথিভুক্ত হবে। কপিটি আপনি নিজের জন্যসংরক্ষণ করবেন।

৪.জি ডি পরবর্তীতে কি হয় ?

জিডি হওয়ার পর তা কর্তব্যরত কর্মকর্তা থানার ওসির কাছেপাঠাবেন। জিডিটি যদি আমলযোগ্য অপরাধ সংঘটনের বিষয়ে হয়, তবে থানা কর্তৃপক্ষসঙ্গে সঙ্গে বিষয়টি আমলে নিয়ে অপরাধটি প্রতিরোধের ব্যবস্থা নেবে এবং গৃহীতব্যবস্থা পুনরায় আবেদনকারীকে অবহিত করা হবে।

৫.পুলিশক্লিয়ারেন্স সার্টিফিকেটকী ?

কোন ব্যক্তি সম্পর্কে পুলিশ তদন্ত করে যে সার্টিফিকেট প্রদান করে তাকে পুলিশক্লিয়ারেন্স সার্টিফিকেটবলে।

৬.পুলিশক্লিয়ারেন্স সার্টিফিকেটকেন প্রয়োজন হয় ?

বিভিন্ন প্রয়োজনেই আমাদের ‘পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট’- এরপ্রয়োজনীয়তা দেখা দেয়।যেমন- বিদেশে যাওয়ার জন্য, চাকুরীর ক্ষেত্রে

৭.পুলিশক্লিয়ারেন্স সার্টিফিকেটনিতে কি কি কাগজ প্রয়োজন ?

পাঁচশত (৫০০/=) টাকার ট্রেজারী চালান,পাসপোর্টের ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।

৮. এফ আই আর কী ?

First  information  report (FIR) -কোন ব্যক্তি থাণায় এসে অভিযোগ করলে সেটা যখন নির্ধারিত ফরমে লিপিবদ্ধ করা হয় তখন তাকে FIR বলে।

৯. এজাহার কী ?

কোন ব্যক্তি থাণায় এসে যে লিখিত অভিযোগ করে সেটাকে এজাহার বলা হয় ।