History
<p>বালিয়াডাঙ্গী উপজেলার ১০ কি.মি উত্তর পশ্চিম দিকে হরিণমারী হাটের পাশে শিব মন্দিরটি অবস্থিত। মন্দিরটির বর্তমান উচ্চতা প্রায় ৩০ ফুট, আয়তন ১৪x১৪ ফুট। মন্দিরের ছাদ চারচালা আকৃতির । মন্দিরটি এক সময় অনেক উঁচু ছিল, বর্তমানে বেশ খানিকটা বসে গেছে। মন্দিরের দক্ষিণ দিকে একটি দরজা আছে। দরজায় পোড়ামাটির ফলকে লতাপাতার নকশা এবং বিভিন্ন মূর্তির প্রতিকৃতি ছিল বর্তমানে সেগুলো ভেঙ্গে গেছে। পূর্বদিকে রয়েছে বড় একটি পুকুর । এই মন্দিরটির বয়স আনুমানিক ৪০০ বছর।</p>